সংবাদের আলো ডেস্ক: সেভাবে দলীয় সাফল্য না পেলেও, ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ এক বিপিএল পার করছেন তানজিদ হাসান তামিম। এক সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিতে তিনি এখন পর্যন্ত চলমান একাদশ আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক। কেবল তাই নয়, ঢাকা ক্যাপিটালসের তৃতীয় জয় পাওয়ার ম্যাচে তরুণ এই ওপেনার একটি রেকর্ডও গড়েছেন। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এক আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন তানজিদ। বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস ও চিটাগাং কিংস। আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান তোলে। লক্ষ্য তাড়ায় ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। বড় এই জয়ে মূল অবদান তানজিদ তামিমের। ৫৪ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় এই ওপেনার ৯০ রান করেছেন। লক্ষ্যটা বড় হলে চলতি আসরে দ্বিতীয় সেঞ্চুরিরও সুযোগ ছিল তামিমের সামনে।ইনিংসে ৭টি ছয় মেরেই বিপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন তানজিদ। ১০ ম্যাচে তার ছয়ের সংখ্যা দাঁড়াল ২৯টিতে। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক বিপিএলে সর্বোচ্চ ২৪টি ছক্কার রেকর্ড ছিল তাওহীদ হৃদয়ের। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিনি ১৪ ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছিলেন। এ ছাড়া ২০১৯ আসরে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৪ ম্যাচে ২৩ ছক্কা মারেন তামিম ইকবাল। তামিম-হৃদয় দুজনকেই ছাড়িয়ে তানজিদের সামনে ছয়ের সংখ্যাটা এবার আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। এ তো গেল দেশীয় হিসাব, বিপিএলের এক আসরে সবমিলিয়ে সর্বোচ্চ ছয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের দখলে। ২০১৭ আসরে রংপুর রাইডার্সের জার্সিতে ‘ইউনিভার্স বস’ ১১ ম্যাচে ৪৭টি ছক্কা মেরেছিলেন।যা এখন পর্যন্ত প্রায় ধরাছোঁয়ার বাইরে। চলতি আসরেই সেই রেকর্ড স্পর্শ করা তানজিদের জন্য বেশ কষ্টসাধ্যই বটে। কারণ প্রথম রাউন্ডে ঢাকার ম্যাচ বাকি মাত্র দুটি, কোয়ার্টার কিংবা ফাইনাল খেললে তারা আরও ৩টি ম্যাচ খেলার সুযোগ পাবে। তবে ঢাকা ক্যাপিটালসের জন্য সমীকরণটা অসম্ভব পর্যায়ে! এ ছাড়া বিপিএলের এক আসরে ২৮টি করে ছক্কা মারার রেকর্ড আছে দুজন বিদেশি ক্রিকেটারের। দুজনই আবার ক্যারিবীয় তারকা। নিকোলাস পুরান সিলেট সিক্সার্সের হয়ে ২০১৯ আসরে ১১ ম্যাচে ২৮ ছক্কা মেরেছিলেন। তারই স্বদেশি অলরাউন্ডার আন্দ্রে রাসেল একই আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে মারেন সমান ২৮টি ছক্কা। প্রসঙ্গত, চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক তানজিদ তামিম ১০ ম্যাচে ৪৬.৬৬ গড় এবং ১৪৩.৮৩ স্ট্রাইকরেটে ৪২০ রান করেছেন। বিপরীতে তার দল ঢাকা ১০টি ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে। পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থান চতুর্থ। যদিও কাগজে-কলমে এখনও তাদের সামনে সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার, সেক্ষেত্রে বাকি দুই ম্যাচ জয়ের পাশাপাশি ঢাকাকে তাকিয়ে থাকতে অন্যদের দিকে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.