তরুণ প্রজন্মকে মাইনাস করে পরবর্তী বাংলাদেশ বিনির্মানের চিন্তা ভুল: হাসনাত আব্দুল্লাহ
সংবাদের আলো ডেস্ক:তরুণ প্রজন্মকে বাদ দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরিকল্পনা কেউ যদি করে থাকে, তাহলে সেটি ভুল সিদ্ধান্ত হবে- এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা কলেজ অডিটরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে যে, তারা তরুণ প্রজন্মকে মাইনাস করে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, নিজেরাই সংসদের দিকের যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। যে সকল আমলা, ব্যবসায়ী ও পুলিশ ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য সহায়তা করেছিলেন তাদের প্রতি তরুণ প্রজন্মের ক্রোধ রয়েছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজকে আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন আমাদের ব্যাক স্পেস ব্যবহার করতে হয় না। এ তরুণ প্রজন্মের ক্ষোভ রয়েছে সেইসব বিচারকের প্রতি যাদের কারণে মজলুমের ফাঁসি হয়েছে।তিনি আরও বলেন, এখন আমরা একটা জেনারেশন কনফ্লিক্টে আছি। একারনে পূর্ববর্তী প্রজন্ম চায় আবারও তরুনদের দাসখতে নাম লেখাতে। কিন্তু জুলুমের বিরুদ্ধে আন্দোলন করা তরুনরা কখনোই আর দাসখতে নাম লেখাবে না। তরুনরা কখনোই আপস করবে না। জুলুমের বিরুদ্ধে লড়াই হবে বলে মন্তব্য করেন তিনি। তারা আজ তরুণ প্রজন্মের প্রশ্নকে ভয় পায়, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
উল্লেখ্য, কলেজের অডিটোরিয়ামে ‘জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা। এতে যোগ দেন জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।