শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তদন্তের মুখে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা

সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার দৃশ্যের সঙ্গে সামাঞ্জস্য রেখে বিজ্ঞাপন তৈরির অভিযোগে এবার তদন্তের মুখে পড়েছে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা (পিআইএ)। এই তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পাইলটদের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দীর্ঘদিন ধরে ইসলামাবাদ-প্যারিস রুটে বিমান চলাচল বন্ধ ছিলো। তবে সম্প্রতি ওই রুটে পুনরায় বিমান চলাচল স্বাভাবিক করতে যাচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স।গত সপ্তাহে, এ বিষয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করে তারা। এখন এ বিজ্ঞাপনই যেন কাল হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞাপনে দেখা যায়, আইফেল টাওয়ারের ছবি দেওয়া ‘প্যারিস উই আর কামিং’ ক্যাপশনে তারা যে বিজ্ঞাপন পোস্ট করেছে, সেটি দেখতে ২০০১ সালে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হানার দৃশ্যের মতো। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। চাপে পড়ে তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়