বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঢামেকে ‘ভুলভাল ইংরেজি’ বলে ধরা খেলেন ভুয়া চিকিৎসক

সংবাদের আলো ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ডালিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে হাসপাতালটির বার্ন ইউনিট থেকে চিকিৎসক পরিচয় দেয়া ওই তরুণীকে প্রথমে আনসার সদস্যরা আটক করে। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, এক রোগীর অভিভাবক হিসেবে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে কর্তব্যরত এক ডাক্তারের সাথে কথা বলার সময় ভুলভাল ইংরেজি বলছিলেন ডালিয়া তখন কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে ধরা পড়ে তিনি কোনো চিকিৎসক নন। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে।

সূত্র: সময় টিভি

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়