বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঢাবি’তে সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন “যমুনা”র কমিটি গঠন

                            ঢাবি'তে সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন "যমুনা"র কমিটি গঠন - সংবাদের আলো

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন (যমুনা)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুপ্রিয় কুমার দাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভূগোল বিভাগের শিক্ষার্থী মো আব্দুস সালাম তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

সোমবার সংগঠনের সাবেক সভাপতি মোঃ সোহেল রানা রাসেল ও সাধারণ সম্পাদক মো আব্দুলা মোন্নাফ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি সুপ্রিয় কুমার দাস বলেন, ‘আমাদের ওপর আস্থা রেখে সকলের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইয়েরা যে দায়িত্ব অর্পন করেছেন আমি সর্বাত্মক চেষ্টা করব শতভাগ নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করতে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

এছাড়াও গরীব শিক্ষার্থীদের মেধা বৃত্তি সহ অসচ্ছল শিক্ষার্থী যারা এবছর ঢাবি ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় আছে ভর্তি হতে পারছে না, আর্থিক সমস্যার কারণে তা নিয়ে কাজ করা হবে। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজগঞ্জের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----