প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৭:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ
ঢাকা কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে একটি ওষুধের দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। ধানমন্ডির ল্যাবএইড সংলগ্ন ফ্যামিলি ড্রাগ কর্নার-২ নামক দোকান থেকে ১৫ হাজার টাকা আদায় করেছেন বলে অভিযোগ। সোমবার (১ ডিসেম্বর)। বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযুক্তরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার সহ-সমন্বয়ক তাসনীমুল হাসান সাঈদী, নর্থ হলের আবাসিক শিক্ষার্থীরা সোহেল, মুরসালিন এবং সজিব, দক্ষিণায়ন হলের মনিরুল, ও শিক্ষার্থী জীবন। এছাড়াও ঢাকা কলেজ ছাত্রদল এক নেতার অনুসারী আয়াজ বিন সাকিব ঘটনার সময় বিশেষ ভূমিকা রাখেন বলে জানা যায়। ফ্যামিলি ড্রাগ কর্নার-২-এর মালিক হাসান মুনসি জানান, তার এক কর্মচারী তাকে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ফাঁসানোর চেষ্টা করলে তিনি ওই কর্মচারীকে থাপ্পড় দেন। এরপর অভিযুক্ত শিক্ষার্থীরা এই অভিযোগকে কেন্দ্র করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন।
পরে চাপে পড়ে ১৫ হাজার টাকা দিতে বাধ্য হন তিনি।' তাসনীমুল হাসান সাঈদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত এক শিক্ষার্থী জানান, সাঈদী তাদের ঘটনাস্থলে ডেকে নিয়ে যান এবং পরিচিত এক বড় ভাইয়ের চিকিৎসা বাবদ অর্থ দাবি করেন। চাঁদা হিসেবে পাওয়া টাকার একটি অংশ ভাগ করে নেওয়া হয় বলে স্বীকার করেন তিনি। যদিও ঢাকা কলেজ ছাত্রদল বলছে আমরা এসবের কিছু জানি না। সাকিব জড়িত থাকলে সাকিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে সে যদি আমাদের সাথে রাজনীতি করতে চায় তাহলে দোকানদারকে টাকা ফেরত দিতে হবে। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, ভুক্তভোগী থানায় জিডি করেছেন। কলেজ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ এলে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।'
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.