ডাক্তার ইউনুস আলী খাঁনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সর্বজন শ্রদ্ধেয় গরীবের ডাক্তার খ্যাত বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা: ইউনুস আলী খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন টাটিপাড়া গ্রামে ডা: ইউনুস আলী খান ফাউন্ডেশন ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমানের উদ্দ্যগে সোমবার সারাদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় শতাধিক রোগীকে চিকিৎসা প্রধান করেন ডা. মো: এনামুল হক। এর আগে ডা: ইউনুস আলী খানের কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া শাহজাদপুরেও মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: ইউনুস আলী খানের মেজ মেয়ে কানাডা প্রবাসী কানিজ ফাতেমা মিতা।
এসময় উপস্থিত ছিলেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, ডা: ইউনুস আলী খান ফাউন্ডেশনের চেয়ারম্যান বেগম হাসনা হেনা, ডা: আতাউর রহমান, নতুন টাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।