ঠাকুরগাঁওয়ে অসহায় শীতার্তদের কাছে রাতে ছুটে গেলেন ইউএনও মো: খাইরুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অসহায় শীতার্তদের কাছে রাতে ছুটে গেলেন,ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম। রুহিয়ায় শীত বস্ত্র নিয়ে অসহায় শ্রমিকদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেন তিঁনি। বুধবার রাতে সদর উপজেলার ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে শতাধিক শ্রমিকদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। এদের বেশির ভাগ রিকশা ও ভ্যান শ্রমিক এবং অসহায়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপি সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক মকবুল হোসেন, ইউপি প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি সচিব আব্দুল মান্নান ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শহিদুল হক, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মঝাহারুল ইসলাম বাদল প্রমূখ।ইউএনও জানান, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় এবং শ্রমিক, দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। তাই সরকারি বিশেষ উপহার শীতার্তদের জন্য কম্বল। সবার আগে তাদের মাঝে বিতরণ করেছি। কম্বল বিতরণ চলমান থাকবে বলেও তিনি উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানানন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।