বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ২৫ থেকে ছিটকে গেলেন কোহলি

সংবাদের আলো ডেস্ক: দীর্ঘ এক যুগ পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ২৫ থেকে ছিটকে গেলেন ভিরাট কোহলি। আইসিসির দেয়া সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন ভারতীয় ক্রিকেটের এই পোস্টারবয়। অস্ট্রেলিয়া সিরিজটা দুঃসময়ের মতো কাটিয়েছেন কোহলি। একটা সেঞ্চুরি করেছেন। বাকি ইনিংসগুলোতে মোটা দাগে ব্যর্থ। সেই ছাপই পড়েছে র‍্যাঙ্কিংয়ে। ১২ বছর পর এবারই প্রথম ২৫ এর বাইরে কোহলি। সবশেষ ২০১২ সালের ডিসেম্বরে কোহলির অবস্থান ছিল ৩৬ নম্বরে।সবশেষ হালনাগাদে বাংলাদেশের সেরা ব্যাটার মুশফিকুর রহিমের অবস্থান ৩২ নম্বরে। তিন ধাপ পেছনে রয়েছেন লিটন দাস। এই দুজন বাদে সেরা পঞ্চাশে নেই আর কোনো বাংলাদেশি ব্যাটার। বোলিংয়ে সেরা বিশে আছেন তাইজুল ইসলাম। টেস্ট অলরাউন্ড র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৩ নম্বরে মেহেদী হাসান মিরাজ এবং পাঁচ নম্বরে আছেন সাকিব আল হাসান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়