মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে সিএনজিতে পর্দা না থাকার শাস্তি ‘অর্ধনগ্ন’

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের টহলের জন্য বিনা ভাড়ায় নেওয়া সিএনজি চালিত অটোরিকশায় পর্দার কাপড় না থাকার অভিযোগে ‘অর্ধনগ্ন’ শাস্তি দিয়েছেন পুলিশের এসআই হাসিবুল। সিএনজি চালিত অটোরিকশা চালক সুমনকে অভিনব এ শাস্তি দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে এসআই হাসিবুলের শাস্তির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।

জানা যায়, শহরে টহল দেওয়ার জন্য শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে থানা পুলিশকে বিনা ভাড়ায় পালাকরে প্রতিরা‌তে একটা ক‌রে সিএন‌জি চালিত অটোরিকশা দেওয়া হয়।

মঙ্গলবার (১৬ জানুয়া‌রি) রাতে সুমন নামে এক চালক সিএনজি নিয়ে পুলিশের টহল কাজে বের হন। সিএন‌জির জানালায় পর্দা না থাকায় এসআই হাসিবুল চালক‌কে গালিগালাজ করেন। পরে শাস্তি হিসেবে তার শরী‌রের জামাকাপড় খু‌লে ‘অর্ধনগ্ন’ অবস্থায় দাঁড় ক‌রি‌য়ে রাখেন। এ ঘটনায় সিএনজি চালক সুমন স্থানীয় শ্রমিক ইউনিয়নের নেতাদের কাছে ওই এসআইয়ের শাস্তির দাবি করেন।

কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ না করায় বৃহস্পতিবার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ভূঞাপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে তারা এসআই হাসিবুলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে গিয়ে সমবেত হয়। এসময় শ্রমিক‌ নেতাদের উপ‌স্থি‌তি‌তে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ শ্রমিকদের সাথে অনাকা‌ঙ্খিত ঘটনার বিষয়‌টির জন‌্য দুঃখ প্রকাশ ক‌রেন এবং ব‌্যবস্থা গ্রহ‌ণের আশ্বাস দি‌লে শ্রমিকরা থানা চত্ত্বর ত্যাগ করেন।

ভুক্তভোগী সিএনজি চা‌লক সুমন জানান, ওই পু‌লিশ কর্মকর্তা খুবই খারাপ আচরণ ক‌রে‌ছেন। তীব্র শীতের রাতে জামাকাপড় খুলে ‘অর্ধনগ্ন’ অবস্থায় কনকনে ঠান্ডায় প্রায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। তিনি ঘটনার পরই শ্রমিক নেতা‌দের কা‌ছে অ‌ভি‌যোগ করেন। কিন্তু কোন সুফল পাননি। তিনি ওই এসআইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি ও বদলির দাবি করেন।

এ বিষ‌য়ে ভূঞাপুর থানার এসআই হা‌সিবুলের সঙ্গে মুঠোফোনে বার বার যোগা‌যোগ ক‌রলেও তা‌কে পাওয়া যায়‌নি। ভূঞাপুর উপজেলা সিএন‌জি-অ‌টো‌রিকশা শ্রমিক ইউনিয়‌নের সাধারণ সম্পাদক খন্দকার জা‌হিদ হাসান জানান, তুচ্ছ ঘটনায় সিএনজি চালক ও পুলিশের মধ্যে ভুল বুঝাবুঝি হওয়ায় শ্রমিকরা বি‌ক্ষোভ মিছিল ক‌রে‌ছে। প‌রে শ্রমিকদের উপ‌স্থি‌তি‌তে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠ‌নের নেতাদের মধ‌্যস্থতায় বিষয়‌টির মীমাংসা করা হয়েছে। এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ জানান, বিষয়‌টি অত্যন্ত দু:খজনক। শ্রমিক নেতাদের উপ‌স্থি‌তি‌তে বিষয়টির সমাধান করা হ‌য়ে‌ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়