জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে ইউটিউবে জনপ্রিয় কৌতুক অভিনেতা ভাদাইমার পরিচালক ও টিকটকার মোতালেব হোসেন হত্যা মামলার অন্যতম আসামি আনিছ আলীকে (৫০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। সোমবার (১৯ আগস্ট) রাতে টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনিছ আলী সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে র্যাব-১৪ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-১৪ জানায়, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আব্দুল বাছেদের নেতৃত্বে একদল র্যাব সদস্য গোপন সংবাদের ভিত্তিতে ধরেরবাড়ি বাজারে অভিযান চালিয়ে আনিছ আলীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আনিছ আলী ওই হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। নিহত মোতালেব হোসেন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি কৌতুক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব ও টিকটকসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করতেন। গত ১৪ আগস্ট সকাল মোতালেব হোসেন শুটিং করার উদ্দেশ্য মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টা দিকে মোতালেবের স্ত্রী সংবাদ পায় তার স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে।
পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। র্যাব-১৪ আরও জানায়, ঘটনার পর থেকে আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.