শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে কাগজ মিলে অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার ক্ষতি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার বাজিতপুর এলাকায় সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে একটি কাগজ মিলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার রাত দশটার দিকে হঠাৎ মিলের সামনে জুট কাগজের স্তুপে আগুন জ্বলে উঠে। এলাকাবাসী জনৈক দেলু মিয়ার কাগজের মিলের জুট কাগজে আগুন জ্বলতে দেখে তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাগজের মিলের মালিক দেলু মিয়া জানান, স্থানীয় আজিজ মিয়ার কাগজের বোর্ড মিল ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জুট কাগজ কিনে মিষ্টির কার্টুন সহ বিভিন্ন ধরণের কাগজের কার্টুন তৈরি করছেন। হঠাৎ অগ্নিকাণ্ডে তার তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়