রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলের শ্বশুরবাড়ী থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ধনবাড়ীতে শ্বশুরবাড়ী থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বীরতারা ইউনিয়নের পলিশারপাড় এলাকা থেকে আনছার আলী নামের এক ব্যাক্তির মুখ ও পা বাধা ঝুলন্ত মরদেহ তার শ্বশুর বাড়ী থেকে উদ্ধার করা হয়।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইদ্রিস আলী জানান, প্যারিআটা গ্রামের আনছার আলী ও তার স্ত্রী মহিলা মেম্বার লাভলী বেগমের সাথে পারিবারিক কলহের জেরে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে তিনি বাড়ী থেকে রাগ করে চলে যাওয়ায় তার স্বামী তার শ্বশুর বাড়ীতে খুঁজতে যায়। পরের দিন সকালে তার স্ত্রী মহিলা মেম্বার লাভলী বেগম তার স্বামীর বাড়ীর লোকজনকে খবর দেন তার স্বামী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আনছার আলীর স্ত্রীর কাপড় দিয়ে তার পা বাধা ও উড়না দিয়ে মুখ বাঁধানো এ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরে মৃত্যুর মূল কারণ জানাযাবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত আনসার আলীর স্ত্রী মহিলা মেম্বার লাভলী বেগম ও তার সন্তানদের থানায় হেফাজতে আনা হয়েছে। এবং কী নিহত আনছার আলীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের প্যারিআটা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আনছার আলী (৫৭)। তিনি প্রায় ২৪ বছর আগে পার্শ্ববর্তী বীরতারা ইউনিয়নের পালিশারপাড় গ্রামের কাবেল উদ্দিনের মেয়ে লাভলী বেগম কে বিয়ে করেন। তাদের ঘরে তিনটি পুত্র সন্তান রয়েছে।

এঘটনায় নিহত আনছার আলীর বোন ও তার ছেলে অন্তর সহ তার স্বজনদের অভিযোগ তার বাবাকে মেরে ফাঁসিতে ঝুলানো হয়েছে। দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----