টাঙ্গাইলের ভূূঞাপুরে দুধর্ষ ডাকাতি
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ি গ্রামে শনিবার (১৮ জানুয়ারি) দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বাগবাড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকার ওরফে দুলাল সরকারের বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বসত বাড়িতে রাত সাড়ে নয় টা থেকে দশটার মধ্যে নয় দশ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে স্বামী এবং স্ত্রী দু’জনকে জিম্মি করে ৭৫ হাজার টাকা, একটি স্বর্ণেও চেইন ও এক জোড়া কানের দুল নিয়ে যায়। এসময়ে গৃহকর্তা দুলাল সরকার বাধা দিতে গেলে তাকে ডাকাত দল মারধর করে আহত করে। দুলাল সরকার জানান, রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে আমরা রাতের খাবার খেতে ছিলাম। এসময়ে বাড়ির পেছন দিক দিয়ে নয়-দশ জনের একদল ডাকাত প্রবেশ করে আমাকে এলো পাথারি ভাবে মারধর করে জিম্মি করে রেখে ঘরের সকল রুমে আসবাবপত্র তছনছ কওে নগদ ৭৫ হাজার টাকা এবং আমার স্ত্রী রেখার কানে থাকা এক জোড়া কানের দুল ও গলায় থাকা একটি স্বর্ণে চেইন নিয়ে যায়। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ এ. কে. এম রেজাউল করিম জানান, ঘটনাটি জানার পর আমি ফোর্সসহ ঘটনা স্থলে উপস্থিত হই। তদন্ত পূর্বক দোষীদের বিচারের আওতায় আনা হবে। রবিবার ১৯ জুলাই কালিহাতি সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান ঘটনাস্থল পরিদশন করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।