ঝিনাইদহ ২ আসনে, ঈগল প্রতীকের সমর্থনে রাশেদের গণসংযোগ
ঝিনাইদহ প্রতিনিধি: ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, ঝিনাইদহ ২ আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও জনদরদী জনাব নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর সমর্থনে প্রচার, প্রচারণা ও গনসংযোগ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গনসংযোগের আয়োজন করে ঝিনাইদহ পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ হুসাইন। শুরুতে পৌর শহরের এতিমখানা মোড় থেকে একটি মিছিল বের হয়ে ঈগল, ঈগল স্লোগানে রাজপথ প্রকম্পিত করে- মুজিবচত্তর প্রদক্ষিণ শেষে- পৌরসভা চত্তরে গিয়ে শেষ হয়।
সেসময় ঝিনাইদহ পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক, রাশেদ হুসাইন তার এক সাক্ষাৎকারে গণমাধ্যম কর্মীদের জানান- মুহুল ভাই একজন ভালো মানুষ; আমরা তার পিছনে কাজ করছি; আগামীতে তাকে আমরা সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।
উল্লেখ, ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, ঝিনাইদহ ২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঈগল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।