ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৯ ন বারোবাজার ইউনিয়নের বেলাট দৌলতপুর গ্রামের গোড়ার মসজিদ সংলগ্ন পাড়ায় প্রতিবেশী সন্ত্রাসীদের হামলায় কাজী আকিদুল ইসলামের স্ত্রী ও ছোট ছেলে মারাত্মক আহত হয়েছেন।
যা নিয়ে আকিদুল ইসলামের বড় ছেলে কাজী সানোয়ার (২৫) কালীগঞ্জ থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।মামলার এজাহার ও ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী গত ২৫/০৩/২৪ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে কাজী আকিদুল ইসলামের প্রতিবেশী মৃত রেজাউল খান মিন্টুর ছেলে মোঃ রহিদুল ইসলাম রিয়াজ (১৯) মৃত রেজাউল খান মিন্টুর স্ত্রী রহিম বেগম ,তবিবর খানের ছেলে তাজমুল খান ও ইমামুল খান সহ আরো বেশ কয়েকজন জোরপূর্বক কাজী আকিদুলের বসতবাড়ীতে প্রবেশ করে আকিদুলের স্ত্রী সবুরা বেগমের সঙ্গে কলহে লিপ্ত হয়ে পড়ে।
কলহের এক পর্যায়ে ১ নং আসামী রহিদুল ইসলাম রিয়াজ ধারালো ছুরি দিয়ে সবুরা বেগমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। সবুরা বেগমের জীবন বাঁচানোর চিৎকারে তাঁর ছোট ছেলে নয়ন কাজী এগিয়ে আসলে তাঁকেও বেধড় পেটাতে থাকে। আকিদুলের পরিবারের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের সাধারণ মানুষ এগিয়ে আসলে সন্ত্রাসী গং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে স্থান ত্যাগ করে।
মাথায় আঘাত প্রাপ্ত রক্তাক্ত সবুরা বেগমকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। মামলার তদন্তকারী পুলিশ অফিসার হায়াত মাহমুদ ১ জন আসামী গ্রেফতারের কথা জানান। অন্য আসামী গ্রেফতারের চেষ্টা চলছে বলে পত্রিকার প্রতিনিধিকে পুলিশ অফিসার জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.