সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জাসদ সভাপতি ইনুকে জুতা-ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ’) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৫টার দিকে সিএমএম কোর্টের নিচে এই ঘটনা ঘটে। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ইনুকে সিএমএম কোর্টে আনে। নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে-পেছনে পুলিশের তিনটি প্রটেকশন গাড়ি ছিল।

গত সোমবার রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছেন তারা। নিউ মার্কেট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় উনাকে গ্রেপ্তার দেখানো হয়। হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হন। সরকারের পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়