বুধবার, ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ক্যারিবীয় বোলারদের তোপের মুখে পড়ে নিউগিনির ব্যাটাররা। ৭ রানের মধ্যে তুলে নেয় ২ উইকেট। চারে নামা সিসি বাউকে নিয়ে দলটির অধিনায়ক আসাদ ভালা প্রতিরোধের ইঙ্গিত দিয়েও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৩৪ রানে অধিনায়কের বিদায়ের পর ৫০ রানের মাথায় ফেরেন পাঁচে নামা হিরি হিরিও। পঞ্চম উইকেটে চার্লস আমিনিকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়েন বাউ। ৪৪ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন এই দুজন। ৯৪ রানে আন্দ্রে রাসেলের বলে আমিনি ফিরলে ভাঙে এই জুটি। দলীয় এক শ পূর্ণ হওয়ার আগে ফেরেন বাউও। তবে এরই মধ্যে নিজের অর্ধশতক তুলে নেন তিনি। ৪৩ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৫০ রান করেন তিনি।

একশ রানের আগে ৬ উইকেট হারালেও শেষদিকে পাপুয়া নিউগিনিকে ভালো রান এনে দেন উইকেটকিপার ব্যাটার কিপলিন দরিগা। ১৮ বলে শেষ পর্যন্ত ২৭ রানে অপরাজিত ছিলেন তিনি। তাতে ১৩৬ রানের পুঁজি পায় পাপুয়া নিউগিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়