প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ণ
জবিস্থ সাতক্ষীরা ছাত্রকল্যাণের সভাপতি ফাহিম, সম্পাদক সোহেলুর
সংবাদদাতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি): সাতক্ষীরা জেলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহারিয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহেলুর রহমান মনোনীত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) সংগঠনটির উপাদেষ্টামন্ডলী আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন। এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. তৌফিকুর রহমান ও মো. হারুন অর রশিদ (নয়ন)।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নূর ইলাহী ইমরান, মোহন ইকবাল বাপ্পি ও সুমন দাস। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দেবদাস অধিকারী। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মামুন আব্দুল্লাহ, নুসরাত জাহান নিশী। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাদশা ইব্রাহিম ও প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আকরাম হোসেন।
ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন মালিয়া মাটি। অর্থ সম্পাদক হয়েছেন ইস্রাফিল হোসেন। শিক্ষক উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুসাররাত শামীম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. মর্জিনা খাতুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এস.কে আবু রায়হান সিদ্দীক।
উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন ইব্রাহিম কবির মিঠু, ইয়াছিন আলামীন, ফারুক আযম, ত্রিদীপ মন্ডল, মো. ইবাদুল হক, শারমিন আক্তার হেনা, মো. আতিক বিন হাবিব ও কল্যান কর।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.