রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ছাত্র আন্দোলনে নিহত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১২ পরিবারের মধ্যে বিভিন্ন উপজেলার ১০ পরিবারকে প্রতি জনে নগদ দুই লক্ষ করে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা।

আজ সোমবার(২৬ আগস্ট) বিকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের পরিবারের মাঝে এই অনুদান প্রদান করে।
এসময় সকলকে শহীদের মর্যাদা দেয়ার লক্ষ্যে সন্মান জানিয়ে দেশাত্মবোধক ইসলামি গান পরিবেশন করেন সংগঠনের শিল্পী। পরে প্রতিটি পরিবারের ক্ষত বিক্ষত হৃদয়ের না বলা কথা শুনেন আয়োজনকারীরা।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী ও বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক মাওলানা এনামুল হক শহিদদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

জেলায় নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী, ছয়জন শ্রমিক, ব্যবসায়ী, ভ্যান চালক, মালয়েশিয়া প্রবাসী ও রাজমিস্ত্রী ছিলেন। উল্লেখ্য নিহতদের মধ্যে দূর্গাপুরের ৪ জন, কলমাকান্দায় ৩ জন, কেন্দুয়ায় ২ জন, বারহাট্টা, আটপাড়া ও সদরে ১ জন নিহত হয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়