চৌহালীতে জামায়াতের প্রীতি সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদরে দলীয় কার্যালয়ে চৌহালী উপজেলা আমীর মাওলানা আবু ছাঈদ মুহাম্মাদ ছালেহ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আবুল বাশার সমাবেশ সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতের আমির সাবেক উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল। এসময় টাঙ্গাইল জেলা ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি ও চৌহালী উপজেলা জামায়াতে যোগদানকৃত আনোয়ার হোসেন (মতিউল্লাহ্), জামায়াত নেতা মাস্টার আব্দুল হালীম, মাওঃ আব্দুল কুদ্দুস, চৌহালী উপজেলা শিবির সভাপতি তোফায়েল আহমদ ও বেলকুচি উপজেলা শিবির সেক্রেটারী ছাত্রনতা আরিয়ান ইসমাইল প্রমূখ বক্তব্য রাখেন। এসময় প্রধান অতিথি বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল বলেন, বৈষম্যহীন,দারিদ্র ও মাদকমুক্ত একটি সুখী- সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আল-কুরআনের বাংলাদেশ কায়েমের বিকল্প নেই। এক্ষেত্রে,নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে নৈতিক ও আদর্শের ভিত্তিতে শিবিরের ভূমিকা ও সাবেক নেতৃবৃন্দের নেতৃত্ব কাঙ্ক্ষিত ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। এন আগে সদ্য বিদায়ী শিবির নেতা আনোয়ার হোসেন (মতিউল্লাহ্) কে আনুষ্ঠানিক ভাবে জামায়াতে বরণ করে নেন। জামায়াতের পরিচিতি,রিপোর্ট বই ও রুকন সিলেবাসের বই তার হাতে তুলে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।