চৌহালীকে আপাতত ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা উপলক্ষে প্রেস ব্রিফিং
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমিসহ গৃহ প্রদান ও এ উপজেলাকে আপাতত ভূমিহীন মুক্ত ঘোষণা করা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ৷ সোমবার(১০ জুন) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস বিফ্রিং এ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান ৷
এসময় উপস্থিত ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী, চৌহালী প্রেসক্লাবের সভাপতি ইদ্রিস আলী, সহ-সভাপতি মাহমুদুল হাসান, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, যায়যায়দিনের প্রতিনিধি রোকনুজ্জামান রুকু, কালবেলার ও এশিয়ান টিভির প্রতিনিধি মো. ইমরান হোসেন আপন, দেশ বাংলার প্রতিনিধি আল ইমরান মনু , খবর পত্রের প্রতিনিধি আবু দাউদ রানা সহ প্রমূখ।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, চৌহালী ভাঙন কবলিত এলাকা এখানকার মানুষ নদী ভাঙনের কারণে প্রতিনিয়তই ভূমিহীন গৃহহীন হয় তাই আপাতত চৌহালীকে ভূমিহীন মুক্ত ঘোষণা কারা হবে। একই সাথে ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১২৭টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হবে। এনিয়ে চৌহালীতে মোট ১৯৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হলো ৷ ১১ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর করবেন। এসময় ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেবেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।