চিন্ময় দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আদালতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর)। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী এনামুল হক এ মামলা করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, ‘চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে। ২৬ নভেম্বরের ঘটনার জন্য এ মামলা দায়ের করা হয়েছে, তবে আদালত এখনও আদেশ দেয়নি।’ মামলার বিবরণে বলা হয়েছে, ২৬ নভেম্বর জমি নিবন্ধন-সংক্রান্ত কাজ করতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যান এনামুল হক। ওই দিন বিকেলে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা তাকে মারধর করে এবং আদালত প্রাঙ্গণে থাকা গাড়িগুলো ভাঙচুর করে। মারধরের ফলে এনামুল হকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে, তার একটি হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ থাকার কারণে এত দিন মামলা করতে পারেননি এনামুল হক। মামলায় ১৬৪ জনের পাশাপাশি আরও ৫০০ জন অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।’
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।