মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এদিন বিদ্যালয় চত্বরে নামাজ ঘর উদ্বোধন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার ৩রা জানুয়ারি সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ কুমার নাগ ও ধর্মীয় শিক্ষক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিপি আয়নুল হক।
এতে উপস্থিত ছিলেন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফয়সাল বিশ্বাস, রায়গঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, সাবেক উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য এস এম সাগর সরকার, আবু হাসেম সরকার, ফিরোজ সরকার, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রুবেল, চান্দাইকোনা হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্র দলের নেতা শাহিন সুমন প্রমুখ।
বক্তারা বলেন, সকলের সহযোগিতায় শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতিষ্ঠাতা ও শিক্ষকমন্ডলী আন্তরিকতার সাথে নিবেদিত রয়েছে বলেই প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়টি সুনাম অর্জন করেছে। সবমিলিয়ে প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান, পরিবেশ এবং পরিচালনা কমিটির কার্যক্রম চমৎকার। এ সময় অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও সূধীজনের উপস্থিতিতে প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.