চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফ্রেন্ডলী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঢাকার মিরপুর সোনালী অতীত ক্লাব ২-১ গোলে চাটমোহর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। মিরপুর সোনালী অতীত ক্লাবের আলফাজ ও এনামুল দলের পক্ষে গোল দুটি করেন। চাটমোহর সোনালী অতীত ক্লাবের পক্ষে একটি গোল পরিশোধ করেন রিয়াদ।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চাটমোহর বালুচর খেলার মাঠে খেলা উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সাবেক সাংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম।
প্রীতি এই খেলার আয়োজন করেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা। খেলায় জাতীয় দলের সাবেক খেলোয়াড় আলফাজ, বেলাল সহ অনেকে অংশগ্রহণ করেন। খেলাটি উপভোগ করতে বিপুল দর্শকের সমাগম ঘটে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.