সংবাদের আলো ডেস্ক: সীমান্তের দেড়শ’ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্তে পৌঁছেছে বিজিবি ও বিএসএফ। বুধবার (২২ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপির সন্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উভয় দেশের মিডিয়ায় সীমান্ত সম্পর্কিত যেকোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো ঠেকাতে আলোচনা হয়েছে। এছাড়াও উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান হতে বিরত রাখতে কাজ করার ব্যাপারে দুই বাহিনী ঐক্যমত হয়েছে।এদিন দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সভায় সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যা বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করার সিদ্ধান্ত হয় বলে জানান বিজিবি অধিনায়ক।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.