মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চট্টগ্রামে নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে শুক্লা দে টিকলি (৩৮) নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের পালপাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্লা দের স্বজনেরা অভিযোগ করেছেন, ঋণের কিস্তি আদায়ে প্রতিষ্ঠান তার ওপর চাপ প্রয়োগ করেছিল। এজন্য হতাশ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ এনে প্রতিষ্ঠানের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন শুক্লার স্বামী সিদুল পাল। নিহত শুক্লা দে রূপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামে একটি আর্থিক প্রতিষ্ঠানে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। নিহত শুক্লা এক ছেলে ও এক মেয়ের মা।শুক্লার স্বামী সিদুল পাল মামলার এজাহারে অভিযোগ করেন, সংস্থাটির কানুনগোপাড়া শাখায় ২০২৩ সালের মে মাসে মাঠকর্মী হিসেবে যোগ দেন শুক্লা। সংস্থাটি এলাকায় লোকজনকে ক্ষুদ্রঋণ দেয়। গত ৫ আগস্টের পর থেকে কিস্তি আদায়ে ধীরগতি ছিল। এজন্য কয়েক মাস ধরে শুক্লা দের সঙ্গে সংস্থাটির কর্মকর্তাদের মনোমালিন্যের সৃষ্টি হয়। গত নভেম্বরে সংস্থাটি শুক্লার মাসিক বেতন থেকে অনাদায়ী কিস্তির টাকা কেটে নেয়। ঋণের কিস্তি আদায়ে মানসিক চাপ ও অত্যাচার সহ্য করতে না পেরে শুক্লা আত্মহত্যা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্বামী সিদুল পাল। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ