প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ
ঘন কুয়াশায় নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে নিহত ১
সংবাদের আলো ডেস্ক:ঘন কুয়াশার কারণে নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক ট্রাকচালক নিহত হন। দুর্ঘটনায় পাঁচটি ট্রাক সড়কের ওপরে দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
আহত হয়েছেন ট্রাকের চালকসহ অন্তত ছয়জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর গাড়ি চলতে না পারায় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ছয়টি মালবাহী ট্রাকের সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৫/৬ জন আহত হয়েছেন। তাদের পরিচয় জানার কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.