রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঘন কুয়াশায় চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ

সংবাদের আলো ডেস্ক:ঘন কুয়াশায়, চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি লঞ্চেরই সামনের অংশ দুমড়েমুচড়ে শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও নিহতের কোনো ঘটনা ঘটেনি। মাঝ নদীতে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ কর্তৃপক্ষ। নৌ পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে রাজধানীর সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি। একই সময় রাজধানীর উদ্দেশ্যে যাত্রী নিয়ে বরিশাল ঘাট ত্যাগ করে এমভি কীর্তনখোলা-১০। গভীর রাতে লঞ্চ দুটি মেঘনা নদীর চাদপুরের হরিনা নামক স্থানে ঘনকুয়াশার কবলে পড়ে। এ সময় দিক হারিয়ে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। নৌ পুলিশ আরও জানায়, কীর্তনখোলা-১০ লঞ্চটি ইতোমধ্যে ঢাকা সদরঘাটে পৌঁছেছে। তবে প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি দুর্ঘটনাস্থলেই রয়েছে। লঞ্চটিতে প্রায় দেড় হাজার যাত্রী ছিলো।ওই যাত্রীদের উদ্ধার করে শুভরাজ- ১০ নামে অপর একটি লঞ্চে বরিশালে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ওসি ইকবাল হোসেন। তিনি জানান, ঘন কুয়াশায় মুখোমুখি সংঘর্ষ হয় নৌযানগুলোর। ক্ষতিগ্রস্ত হয় দুটি লঞ্চের একাংশ। আহত হয়েছেন সামনে ও পাশে থাকা আরোহীরা। কারোর অবস্থাই গুরুতর নয় বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়