প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৪, ৬:২৮ অপরাহ্ণ
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপি নেতা ফালু
সংবাদের আলো ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত ৯ জুন তিনি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মোসাদ্দেক আলী ফালুর বড় ভাই নূরউদ্দিন আহমেদ নূরু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কদিন আগে হঠাৎ করেই ফালু অসুস্থ হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার মাথা ঘোরায়, বমি হয়। কখনও কখনও অজ্ঞান হয়ে যায়। তবে ফালুর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ফালুর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন নূরউদ্দিন আহমেদ নূরু।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.