মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাইবান্ধায় সাঁওতাল নারীকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

সংবাদের আলো ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সাঁওতাল নারী ফিলোমিনা হাসদাকে (৫৫) মারধর এবং তার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আজ শনিবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। আহত ফিলোমিনা হাসদার ছেলে ব্রিটিশ সরেন জানান, শুক্রবার সকালে তাদের পৈত্রিক জমিতে চেয়ারম্যান মাটি ভরাট শুরু করে। এসময় বাধা দিতে গেলে তার খালাতো ভাইকে মারধর করা হয়। মারধরের প্রতিবাদ করতে গেলে ফিলোমিনা হাসদাকে লাঞ্ছিত করা হয় এবং পরে রাতে তাদের বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। আহত ফিলোমিনা হাসদা বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, অভিযুক্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম জমির মালিকানা দাবি করে সকল অভিযোগ অস্বীকার করেছেন। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মামলা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়