গলাচিপায় কিছু শিক্ষার্থীর হাতে নতুন বই, অন্যরা অপেক্ষায়
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করলেও এ বছর বই উৎসব আয়োজন করা হয়নি।
সরেজমিনে আজ বুধবার (১ জানুয়ারি) সকালে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই নিতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমিয়েছে। অভিভাবকরাও সঙ্গে এসেছেন। নতুন বই হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। কেউ কেউ বই খুলে পড়া শুরু করে, আবার কেউ নতুন বইয়ের গন্ধ নিতে ব্যস্ত।
তবে ভিন্ন চিত্র দেখা গেছে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়। গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। নতুন বই না পাওয়ায় তাদের মধ্যে উচ্ছ্বাসের কোনো চিহ্ন ছিল না। অনেক শিক্ষার্থী স্কুলে আসেনি।
সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাশেম জানান, বছরের প্রথম দিনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই বিতরণ করা সম্ভব হয়েছে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই এখনো এসে পৌঁছায়নি। কয়েক দিনের মধ্যেই সেগুলো বিতরণ করা হবে।
মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘মাধ্যমিক স্তরের বই এখনো আমাদের হাতে আসেনি। নতুন বই এলেই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।’ অভিভাবকরা জানিয়েছেন, বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া প্রয়োজন। বছরের শুরুতে বই হাতে না পেলে শিক্ষার্থীদের মনোবল নষ্ট হতে পারে।
ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে জানায়, বই পেয়ে খুব ভালো লাগছে। প্রতিবার নতুন বই হাতে নেওয়ার মুহূর্তটা জীবনের সেরা দিনগুলোর একটি। এবার আরও ভালো করে পড়ব। তবে বই না পাওয়া শিক্ষার্থীরা জানায়, দ্রুত বই পেলে পড়াশোনা শুরু করতে পারবে।
উপজেলা শিক্ষা অফিসার গোলাম সগীর বলেন, ‘প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। বাকি বই দ্রুত আসবে এবং যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল কবির বলেন, মাধ্যমিক স্তরের বই এখনো আসেনি। তবে বই পরিবহনকারী গাড়ি রাস্তায় রয়েছে। বই পৌঁছালেই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।