গণঅধিকার পরিষদ বল্লভদি ইউনিয়ন শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: নতুন বাংলাদেশ বিনির্মানে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নে গন-অধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১লা ফেব্রুয়ারী) বিকালে ইউনিয়নের পিসনাইল গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বল্লভদি ইউনিয়ন গন-অধিকার পরিষদের আহ্বায়ক আজাদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ফারুক ফকির। আরো উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ আকাশ, সাধারণ সম্পাদক মোঃ শাহীন,বল্লভদি ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পান্নু মুন্সী, ৫নং ওয়ার্ড সভাপতি কুদ্দুছ ফকির, ৯নং ওয়ার্ড সভাপতি বাচ্চু লস্কার সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাকিল মির্জা। এসময় ফারুক ফকির বলেন, গণঅধিকার পরিষদ সাধারণ মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য কাজ করছে। তাই আমরাও সালথা-নগরকান্দার গনমানুষের অধিকার বাস্তবায়ন করতে চাই। ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ অনেক শক্তিশালী।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।