বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনায় মঙ্গলজনক চিকিৎসা পদ্ধতিই অনুসরণ করা হচ্ছে: ডা. জাহিদ

সংবাদের আলো ডেস্ক: খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে, বিএনপি চেয়ারপারসনের জন্য যেটি মঙ্গলজনক সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে— এমনটা জানিয়েছেন, তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বলেন, পর্যালোচনা শেষে মেডিকেল বোর্ড আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছে। ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন। সবশেষ পরীক্ষা-নিরীক্ষাগুলোর প্রতিবেদন পর্যালোচনা করেছে তার মেডিকেল বোর্ড। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আরও দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দুই-একদিনের মধ্যে তাকে দেখবেন। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, খালেদা জিয়াকে এখন ওষুধের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে। এর বাইরে আর কীভাবে তার চিকিৎসা দেয়া সম্ভব সেসব নিয়েও আলোচনা হয়েছে।মেডিকেল বোর্ডের সভায় জন হপকিন্সের মেডিকেল বিশেষজ্ঞরাও অংশ নিয়েছিলেন বলে জানান। আগামীর চিকিৎসা পদ্ধতি নিয়ে ডা. জাহিদ বলেন, তার রোগের গভীরতা, বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে সবচেয়ে মঙ্গলজনক চিকিৎসা পদ্ধতিই অনুসরণ করা হবে। বিএনপি চেয়ার পারসনের শারীরিক অবস্থার বিষয়ে চেয়ারপাসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, তিনি এখন ভালো আছেন। দেশবাসীর খবর নিচ্ছেন। শীতে ছিন্নমূল মানুষ কষ্টে আছে, তাদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়