সংবাদের আলো ডেস্ক:ক্রিস্টাল প্যালেসকে নিজ মাঠেই গোল বন্যায় ভাসিয়েছে আর্সেনাল। প্যালেসকে ৫-১ গোলে হারিয়ে দুই ম্যাচের খরা কাটিয়ে জয়ে ফিরেছে মিকেল আর্তেতার দল। আর্সেনালের পক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস করেন জোড়া গোল। অন্য তিনটি গোল করেন কাই হাভার্ৎজ, গাব্রিয়েল মার্তিনেল্লি এবং ডেকলান রাইস। এই জয়ে ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ম্যাচের ৬ মিনিটে, জেসুসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি প্যালেস। ম্যাচের ১১ মিনিটে, ইসমাইলা সারের গোলে সমতায় ফেরে প্যালেস। এর তিন মিনিট পর কর্নার থেকে পাওয়া বল জোরালো শটে জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন জেসুস। প্রথমার্ধের শেষ দিকে হাভার্টজের গোলে ৩-১ গোলের লিড নিয়েই, বিরতিতে যায় আর্সেনাল। বিরতির পর প্যালেসকে আরো চেপে ধরে সফরকারীরা। ম্যাচের ৬০ মিনিটে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেল্লি গোল ব্যবধাণ আরও বাড়ালে জয়ের পথে এগিয়ে যায় আর্সেনাল। এরপর ম্যাচের ৮৪ মিনিটে, প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকেন রাইস। ফলে, বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে গানার্সরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.