ক্রিসমাস মার্কেটে উপচে পড়া ভিড়ের মধ্যে গাড়িচাপা
সংবাদের আলো ডেস্ক:জার্মানির একটি ক্রিসমাস মার্কেটে গাড়িচাপার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। হামলাকারী সৌদি আরবের নাগরিক। অভিভাসী হিসেবে জার্মানিতে বসবাস করছেন তিনি।শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় স্যাক্সনি-আনহল্ট রাজ্যের রাজধানী ম্যাগডেবার্গে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল বার্লিন থেকে ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) পশ্চিমে অবস্থিত। স্যাক্সনি-আনহল্ট রাজ্যের প্রশাসনিক প্রধান রেইনার হ্যাসেলফ বলেছেন, নিহতদের মধ্যে একজন অল্পবয়সী শিশু। মার্কেটের ভিড়ের মধ্যে চালক বেপরোয়া গতিতে গাড়িটি ঢুকিয়ে দেন। এতে অনেকে চাপা পড়েন। এমনকি মানুষের চিৎকারেও তিনি গাড়িটি থামাননি। অভিযুক্ত চালককে পুলিশ গ্রেপ্তার করেছে। হ্যাসেলফ আরও বলেন, এটি ম্যাগডেবার্গ শহরের জন্য, রাজ্যের জন্য এবং সাধারণভাবে জার্মানির জন্য একটি বিপর্যয়। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে৷হ্যাসেলফ হামলাকারীর পরিচয়ের ব্যাপারে বলেন, ওই চালক সৌদি আরবের ৫০ বছর বয়সী পুরুষ ডাক্তার। জার্মানিতে স্থায়ী বসবাসের সুযোগ পেয়ে তিনি প্রায় দুই দশক ধরে এখানে বসবাস করছেন। আমরা তাকে গ্রেপ্তার করতে পেরেছি। এই মুহূর্তে আমরা অপরাধীর সঙ্গে কথা বলছি। যার অর্থ হলো শহরে আর কোনো বিপদের আশঙ্কা নেই। স্থানীয় সম্প্রচারমাধ্যম এমডিআরের মতে সন্দেহভাজন ব্যক্তি জার্মান কর্তৃপক্ষের কাছে ইসলামপন্থী হিসেবে পরিচিত ছিল না। হামলার মোটিভ এখনও অজানা। ঘটনার পর পুলিশ সম্ভাব্য বিস্ফোরক ডিভাইসের খোঁজে গাড়ির চারপাশের এলাকা খালি করে। পরে পুলিশকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুর্ঘটনাস্থলের আশপাশে এমন কোনো ডিভাইস পাওয়া যায়নি। ম্যাগডেবার্গের দক্ষিণে বার্নবার্গ শহরেও পুলিশ অভিযান চালাচ্ছে। ওই এলাকায় সন্দেহভাজন ব্যক্তি বাস করতেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা করেছে। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসারের সাথে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলেও জানান তিনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।