শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কোপা আমেরিকায় ৭ দেশের কোচ আর্জেন্টাইন

সংবাদের আলো ডেস্ক: এবারের কোপা আমেরিকায় এক নতুন ইতিহাস গড়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের ১০ টি দলের মধ্যে ৭ টি দলের কোচই আর্জেন্টাইন! এই অভাবনীয় ঘটনা তুলে ধরেছে দক্ষিণ আমেরিকান ফুটবলে আর্জেন্টিনার অসামান্য প্রভাব। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের আছেন কেবল দুজন। গত ২১ জুন কনমেবল ও কনকাকাফের ১৬ দল নিয়ে কোপা আমেরিকার ৪৮তম আসরের পর্দা উঠেছে। গ্রুপ পর্বের লড়াই শেষ। ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা, কানাডা, ভেনেজুয়েলা, উরুগুয়ে ও কলম্বিয়া। শেষ আটের পথে আছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ইকুয়েডর।আলাদা আলাদা ১৬টি দল লড়লেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতায় ডাগআউটের একক আধিপত্য চলছে আর্জেন্টিনার। এবারের আসরে ৭ দলের প্রধান কোচ আর্জেন্টাইন। নিজ দেশ আর্জেন্টিনার দায়িত্ব পালন করছেন লিওনেল স্ক্যালোনি। ভেনেজুয়েলার কোচ ৫৩ বছর বয়সী ফের্নান্দো বাতিস্তা, উরুগুয়ের ডাগআউটে আছেন মার্সেলো বিয়েলসা, কলম্বিয়ার কোচ নেস্তোর লোরেনজো, চিলির কোচ রিকার্দো গারেকা, প্যারাগুয়ের ডাগআউট সামলাচ্ছেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার ড্যানিয়েল গারনেরো, কোস্টারিকার দায়িত্বে আছেন ৬১ বছর বয়সী আর্জেন্টাইন গুস্তাভো আলফারো।ব্রাজিল ও বলিভিয়ার দায়িত্বে আছেন যথাক্রমে দুই ব্রাজিলিয়ান দরিভাল জুনিয়র ও অ্যান্তোনিও কার্লোস জাগো। ইকুয়েডরের দায়িত্ব পালন করছেন স্পেনের ফেলিক্স সানচেজ। পেরুর হেড কোচ সাবেক উরুগুয়ান গোলরক্ষক জর্জ ফোস্সাতি। জ্যামাইকার কোচ আইসল্যান্ডের হেইমির হলগ্রিসমসন। মেক্সিকোর দায়িত্বে আছেন দেশটির সাবেক মিডফিল্ডার জেমি লোজানো। পানামার হেড কোচ ডেনমার্কের থমাস ক্রিস্টিয়ানসেন, যুক্তরাষ্ট্রের দায়িত্বে নিজ দেশের সাবেক সেন্টার-ব্যাক গ্রেগ বেরহাল্টার আর কানাডার দায়িত্বে আছেন যুক্তরাষ্ট্রের জেসি মার্শ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----