প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ১:৪০ অপরাহ্ণ
কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
সংবাদের আলো ডেস্ক: কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে এবং কিছু ব্যাংক খুঁড়িয়ে চলবে, তবে কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপদেষ্টার সঙ্গে ছিলেন। অর্থ উপদেষ্টা বলেন, কিছু ব্যাংক ফিরে আসছে
ইসলামী ব্যাংক বড় ব্যাংক। এটা ভালোর দিকে যাচ্ছে। তবে কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। আমরা কোনো ব্যাংক বন্ধ করব না। উপদেষ্টা বলেন, শুধু আইন পরিবর্তন করলে হবে না। বাংলাদেশ ব্যাংকের সংস্কার করতে হবে। নীতি, তদারকি এসব বিষয়ে পরিবর্তন আনতে হবে। পুঁজিবাজারেও সংস্কার অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এখানে অনেক অনিয়ম হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি নতুন নতুন কোম্পানি পুঁজিবাজারে নিয়ে আসার। বিমা কোম্পানিতে ও অনেক অনিয়মের অভিযোগ উঠেছে জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, এই খাতে সমস্যা অনেক ব্যাপক ও গভীর। চট করে কাউকে ধরা যাবে না।
তবে চেষ্টা চলছে বিমা খাতে অনিয়ম দূর করার। অর্থ উপদেষ্টা মনে করেন, আর্থিক খাতে বড় দুর্বলতা হচ্ছে আইন-কানুন মেনে না চলা। এই খাতে সুশাসন প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। রাজস্ব খাতেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আমরা সিস্টেমের আধুনিকায়নের উপর জোর দিয়েছি। ভ্যাট, কাস্টমস ও আয়কর খাতে সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরবে অনেক সংস্কার হচ্ছে জানিয়ে ড. সালাউদ্দিন বলেন, আমরা ধীরে ধীরে এসব সংস্কারের অগ্রগতি তুলে ধরব। আমরা এমনভাবে সিস্টেমের আধুনিকায়ন করব যাতে করদাতারা কোনো ধরনের হয়রানির শিকার না হয়। এজন্য কর প্রশাসন ও করনীতি বিভাগকে আলাদা করা হবে। তিনি বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন-ভাতা আটকাবে না। এডিপিতে কোন কোন প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.