বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুমিল্লার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক দোকান পুড়ে ছাই

সংবাদের আলো ডেস্ক: কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাঁই হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সড়কের মাধাইয়া বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চান্দিনা, দাউদকান্দি ও কুমিল্লা স্টেশন থেকে ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার (২৮ ডিসেম্বর) রাত ১২টার কিছু সময় পর হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার সার্ভিসের চান্দিনা স্টেশনের দুই ইউনিট খবর পেয়েই আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে আরও চার ইউনিট যুক্ত হয়।ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া মাধাইয়া বাজারে আগুন লাগায় জনতার ছোটাছুটি ও ব্যবসায়ীদের মালামাল সড়কে রাখায় বন্ধ হয়ে যায় মহাসড়ক। তাই মাঝপথেই যানজট সৃষ্টি হয়। কয়েক কিলোমিটার যানজটে আটকে যায় সব পরিবহন। আটকে যায় ফায়ার সার্ভিসের গাড়িও। মাধাইয়া বাজারের ব্যবসায়ী মো. সজীব হোসেন বলেন, এখানে বিভিন্ন রকমের ছোট-বড় দোকান ছিল। শতাধিক দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন পথে বসার অবস্থা। কেউ কিছুই বের করতে পারেনি। দোকানের সবকিছু আগুন পুড়তে দেখছেন ব্যবসায়ীরা। দেখা ছাড়া তাদের কিছুই করার ছিল না। সহায় সম্বল হারিয়ে এখন পুড়ে যাওয়া দোকানের পাশে বসে কান্না করছেন তারা।তিনি আরও বলেন, রাস্তার দুই পাশে তীব্র যানজট। ফায়ার সার্ভিসের গাড়ি আসলেও কাজ করতে পারছিল না। আমাদের সামনেই সব শেষ হয়ে গেল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের ছয়টি ইউনিট কাজ করেছে। প্রথমে চান্দিনা ও দাউদকান্দি যুক্ত হয়, পরে কুমিল্লাও। কিন্তু কুমিল্লা স্টেশনের গাড়ি রাস্তায় যানজটে পড়ে। এতে কিছু সময় বিলম্ব হয়। কারণ দুই পাশেই যানজট লেগেছে। তবে কর্মীরা কাজ করছেন। যানজট না হলে আরও দ্রুত পৌঁছানো যেতো। আর কাজেও দ্রুত হাত দেওয়া যেতো। তিনি বলেন, এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। সবগুলোই ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তাই আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল। তবে এখনও কোনও নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়