প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৩, ১২:১০ পূর্বাহ্ণ
কুড়িগ্রামের উলিপুরে পুলিশের উপর হামলা যুবক জেল হাজতে !
জানা গেছে, রবিবার(২৩ জুলাই)বিকেল ৫টার দিকে কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ উপজেলার গুনাইগাছ মোড়ে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই বাছাই করা কালে এক যুবকের মোটরসাইকেলের গতির রোধ করে কাগজপত্র দেখতে চায় ।এতে ওই যুবক পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে চেকপোস্টের পাশে দোকানের ঝাপের লাঠি দিয়ে এস আই মশিউর এস আই সালেম কনস্টেবল রমজান ও আতোয়ার হোসেনকে পিটিয়ে আহত করলে পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
আহত ওই ৪ পুলিশকে স্থানীয়রা সহ অন্যান্য পুলিশ সদস্যরা আহত ওই পুলিশদেরকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় উলিপুর থানা পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদানসহ পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দিয়ে ওই যুবকে কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করেছে। আসামি ওই যুবকের বাড়ি উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার গ্রামের রুহুল আমিন এর ছেলে ফজলুল হক (৩৬) বলে জানা গেছে।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার সাথে কথা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামিকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.