প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ণ
কাল পরিক্ষা শুরু প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থীদের কলেজ অবরোধ
সংবাদের আলো ডেস্ক: এইচএসসি পরীক্ষার এক দিন আগেও প্রবেশপত্র না পেয়ে কলেজ ঘেরাও করেছেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এ সময় রাস্তা অবরোধ করে কলেজ গেটে তালা দিয়ে তারা বিক্ষোভ মিছিলও করেন। শনিবার (২৯ জুন) দুপুর ১২টায় কলেজের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, তারা ফরম পূরণ বাবদ ৪ হাজার করে টাকা দেওয়ার পরও এখনো প্রবেশপত্র পায়নি। মোহাম্মদ আরিফ নামের এক শিক্ষার্থী বলেন, রুহিয়া ডিগ্রি কলেজের ল্যাব সহকারী মো. সাবুকে আমিসহ ৪২ জন ছাত্রছাত্রী ফরম পূরণের জন্য টাকা দিই। সবার ফরম পূরণ হলেও আমাদের ৪২ জনের ফরম পূরণ হয়নি।
অ্যাডমিট কার্ড পেয়ে এখন আমাদের বন্ধুরা পড়াশোনা করছে আর আমরা কলেজে ঘুরছি অ্যাডমিট কার্ডের জন্য। এখন আমাদের আর কোনো রাস্তা নেই। আমরা যদি অ্যাডমিট কার্ড না পাই তাহলে এই কলেজেই ফাঁস নেব। দুই বছর কষ্ট করে পড়াশোনা করেছি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আজ আমরা পরীক্ষা দিতে পারছি না। এ বিষয়ে জানতে চাইলে রুহিয়া ডিগ্রি কলেজের ল্যাব সহকারী মো. সাবু বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বলেন, গতকাল আমি জানতে পারি যে আমাদের কলেজের ৪২ জন ছাত্রছাত্রী প্রবেশপত্র পায়নি।
তারা ফরম পূরণের জন্য কলেজের কোনো একজনকে টাকা দিয়েছিল। আমাদের কলেজে যারা টাকা জমা করেছে তাদের ফরম পূরণ হয়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন বলেন, ওই কলেজের অধ্যক্ষের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। যেভাবেই হোক ছাত্রছাত্রীরা যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টা আমরা করছি। এ ছাড়া এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় কলেজ কর্তৃপক্ষকে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.