জুয়েল সরদার, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীর কালুখালীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। গতকাল ১লা জানুয়ারি সকাল ১১টায় কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকর সূচনা করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন ও সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য। পরে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কালুখালী উপজেলার প্রধান সড়ক ও রতনদিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মাসুদ রানা, দপ্তর সম্পাদক রবিন শেখ, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ইমন খন্দকার, সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও এসব কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.