আজিজুর রহমান মুন্না: “ঢাকনা দিয়ে রান্না করি পুষ্টিমান রক্ষা করি” এই স্লোগানকে সামনে নিয়ে সিরাজগঞ্জে নিউট্রিশন স্মার্ট ভিলেজ ফেইজ-২ প্রজেক্ট এর আয়োজনে পুষ্টিকর রেসিপি রান্নার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) কর্তৃক আয়োজিত, ওয়েল্টহাঙ্গারহিলফি ও জার্মান কো-অপারেশন এর আর্থিক সহযোগিতায়-
রবিবার (৩০ জুলাই) সকালে সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রাঙ্গণে-কালিয়া হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর সেখ প্রধান অতিথি হিসেবে পুষ্টিকর রেসিপি রান্না প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
রিজিওনাল প্রোগ্রাম ফর স্কেলিং আপ দ্যা মাল্টিসেক্টরাল এ্যাপ্রোচ ফর নিউট্রিশন স্মার্ট ভিলেজস ইন বাংলাদেশ, নেপাল এন্ড ইন্ডিয়া ফেইজ-২ প্রজেক্ট এর আয়োজনে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ ও খাদ্য নিরাপত্তাহীন পরিবারের খাদ্য ও পুষ্টি সুরক্ষায় (এসডিজি-২) কাজ করছে।
সেই আলোকে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের ১৫টি গ্রামের ১৫টি দল নিয়ে শিশুদের পুষ্টিকর খাদ্য তৈরির জন্য পুষ্টিকর রেসিপি রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত পুষ্টিকর রেসিপি রান্নার প্রতিযোগিতার বক্তব্য রাখেন, সদর উপজেলার মেডিকেল অফিসার ডাঃ ইফফাত হোসেন, নিউট্রিশন স্মার্ট ভিলেজ ফেইজ-২ প্রজেক্ট সিরাজগঞ্জ সদর এর প্রকল্প সমন্বয়কারী ইব্রাহিম কাদির, ন্যাশনাল প্লানিং কমিশন-নেপাল এর ডাঃ কিরণ, কৃষি মন্ত্রণালয়-নেপাল এর সনজিব কার্না, সার্ক-বাংলাদেশ এর ডাঃ গঙ্গা, ওয়েল্টহাঙ্গারহিলফির নেপাল প্রতিনিধি সীমা এবং সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার সাদাত।
এ সময় পুষ্টিকর রেসিপি রান্নার প্রতিযোগিতায় কালিয়া হরিপুর ইউনিয়নের ১৫টি গ্রামের ১৫টি দলের শিশুর মায়েরা প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.