বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কামারখন্দে চ্যাম্পিয়ন আফিফ ফুটবল একাদশ !

                            কামারখন্দে চ্যাম্পিয়ন আফিফ ফুটবল একাদশ ! - সংবাদের আলো

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ঐতিহ্যবাহী রসুলপুর যুগান্তর সংসদ ও পাঠাগার কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন আফিফ ফুটবল একাদশ।

শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী রসুলপুর আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে “যমুনা কিংস ফুটবল একাদশ”কে ৫-৪ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে আফিফ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে ছিল ২-২ গোলে সমতা।

টাইব্রেকারে জমে ওঠে নাটকীয়তা। দর্শকেরা ততক্ষণে যুব ফুটবলের স্নায়ুক্ষয়ী লড়াই দেখতে দাঁড়িয়ে পড়েন মাঠে। শেষ পর্যন্ত লড়াইয়ে জিতে গেছেন আফিফ ফুটবল একাদশ। জয়ের উল্লাসে মেতে ওঠে আফিফ ফুটবল একাদশ এর ফুটবলারেরা।

দুই দলের ফুটবলারদের লক্ষ্য ছিল ট্রফিজয় (১ম পুরস্কার)। প্রথমার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচে ১৩ নাম্বার জার্সি পড়িহিত মিলনের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় আফিফ ফুটবল একাদশ।

এরপর আবারও আনিসের ১৫ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে ২-০ গোলে এগিয়ে যায় যমুনা কিংস ফুটবল একাদশ।

আফিফ ফুটবল একাদশের ৪৫ মিনিটে প্রথম গোল পরিশোধ করেন মিলন। এর ৪ মিনিটের মাথায় অর্থাৎ ৪৯ মিনিট পর জনসন দ্বিতীয় গোল দিয়ে সমতা নিয়ে আসে।

এরপর শুরু হয় টাইব্রেকার ‘লটারি’। এতে আফিফ ফুটবল একাদশের গোলরক্ষক আল ইমরান হয়ে ওঠেন পুরো ম্যাচের নায়ক।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আফিফ ফুটবল একাদশের অধিনায়ক আবু তালহার হাতে তুলে দেওয়া হয়েছে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি মনিটর।

এদিকে রানার্সআপ “যমুনা কিংস ফুটবল একাদশ ” প্রধান টিম ম্যানেজার মঞ্জু ও তাদের দলের হাতে তুলে দেওয়া হয়েছে ২৪ ইঞ্চি মনিটর।

এ টুর্নামেন্টে সর্বোচ্চ সেরা গোলদাতার পুরস্কার পান সাহেদ ও টুর্নামেন্ট সেরা হয় জাকির। ফাইনাল খেলায় দুজন বিদেশী খেলোয়াড় থাকায় দর্শকদের উপচে পড়া ভিড় ছিলো।

এ খেলায় প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----