বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত !

                            কাজিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ! - সংবাদের আলো

আজিজুর রহমান মুন্না: সিরাজগঞ্জের কাজিপুরে  বঙ্গবন্ধু  গোল্ডকাপ ও বঙ্গমাতা  শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্টের  ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট)   সকাল ১০ টায় কাজিপুর  উপজেলা পরিষদ মাঠে  অনুষ্ঠিত খেলায় চুড়ান্ত পর্যায়ে উপজেলার বালক দল  ছালাভরা কুনকুনিয়া ও লক্ষিপুর, বালক দল, নাটুয়ারপাড়া ও তেকানী  প্রাথমিক বিদ্যালয় বালিকা দলের মধ্যে  চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় নাটুয়ারপাড়ার  বালিকা দল তেকানী কে ৪-০ গোলে এবং ছালাভরা কুনকুনিয়া বালকদল ,  লক্ষিপুরকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।  পরে অথিতিবৃন্দ বিজয়ীদের মধ্যে ট্রফি  তুলে দেন।

এ সময় কাজিপুর  উপজেলা চেয়ারম্যান, খলিলুর রহমান সিরাজী, নির্বাহী অফিসার  সুখময় সরকার, মহিলা  ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন,শিক্ষা অফিসার  হাবিবুর রহমান সহ  শিক্ষক- শিক্ষিকা এবং  শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----