কাজিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উদযাপন
কাজিপুর (সিরাজগঞ্জ প্রতিনিধি: “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে,দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ” প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও সহযোগিতায় এরপর মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,বীরমুক্তিযোদ্ধাগণ,সুশীল সমাজের প্রতিনিধি, বিএনসিসি, স্কাউট ও গার্লসগাইডসহ সাংবাদিকগণ অংশ নেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে এক রালি অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার । ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শানজীদা মুস্তারী, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।