বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কাজিপুরে দুই দিনব্যাপী সাহিত্যমেলা আয়োজন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত !

কাজিপুরে দুই দিনব্যাপী সাহিত্যমেলা আয়োজন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত ! - সংবাদের আলো

আজিজুর রহমান মুন্না: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুই দিনব্যাপী সাহিত্য ও বই মেলার আয়োজন নিয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (২০ জুলাই) কাজিপুর   উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার, কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাসিবুল্লাহ হাসিব,  উপজেলা মহিলা কর্মকর্তা রানী সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আরা, উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, কাজিপুর সরকারি মুনসুর আলি কলেজের সহকারী অধ্যক্ষ বাংলা,সোনামুখী বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যক্ষ হোসনে আর, মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নান্নু মাষ্টার সহ আরো অনেকে।

এ সভায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, লেখক, গণমাধ্যম কর্মী, শিক্ষক ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।

উপস্থিত সকলের মতামতে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার আগামী ২৭ ও ২৮ জুলাই উপজেলার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী অডিটরিয়াম চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করে ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ