‘কল্যাণরাষ্ট্র গঠনে বেলকুচিতে র্যালি ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত
উজ্জ্বল অধিকারী: ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র্যালি ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বেলকুচি উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বর এসে শেষ হয়ে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এই আড্ডার মাধ্যমে স্থানীয় জনগণ, বিশেষ করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং এর মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনের সম্ভাবনা নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া সামাজিক কার্যক্রমগুলোর কার্যকারিতা এবং এলাকার উন্নয়নে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি কীভাবে সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নতুন প্রজন্মের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয়তা এবং আশা প্রকাশ করেন। তারা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আরও কার্যকর উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, এবং সামাজিক নিরাপত্তার ব্যবস্থা আরও উন্নত হতে পারে। তারা আরও বলেন, নতুন প্রজন্ম সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে আরও বেশি সহায়তা এবং সুযোগ-সুবিধার প্রত্যাশা করছে। আমরা চাই, সরকারের এসব উদ্যোগের মাধ্যমে আমাদের ভবিষ্যত আরও উজ্জ্বল এবং সুরক্ষিত হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যদি সরকার জনগণের পাশে দাঁড়ায়, তবে সামগ্রিক উন্নয়ন সম্ভব। উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগগুলি সমাজের সকল শ্রেণির মানুষের জন্য উপকারি হতে পারে। বিশেষ করে নতুন প্রজন্মের জন্য এগুলোর সুফল পৌঁছে দিলে দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া বলেন , কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। এসব কার্যক্রম সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের জন্য একটি সুরক্ষিত ও উন্নত ভবিষ্যত নিশ্চিত করবে। ওয়াকাথন ও মুক্ত আড্ডায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ব্রজ গোপাল সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হেলাল, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুসা হাশেমীসহ এনজিও ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।