রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এলেঙ্গার চৌরঙ্গী হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের উপ-শহর খ্যাত কালিহাতী উপজেলার এলেঙ্গাস্থ চৌরঙ্গী হোটেলকে বিভিন্ন অভিযোগের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই জরিমানা করে।

জানা যায়, টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বৃস্পতিবার দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ডে বাজার তদারকিমূলক অভিযান চালায়। অভিযানে চৌরঙ্গী হোটেলে ভোগ্যপণ্যের মূল্যতালিকা না থাকা এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের দায়ে দশ হাজার  টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এ তদারকিমূলক অভিযানে টাঙ্গাইল জেলা পুলিশ সহায়তা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়