বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এবার নির্বাচনে আর নকল করে পাস হবে না – স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস

উজ্জ্বল অধিকারী: এবার নির্বাচনে আর নকল করে পাস হবে না। জনগনের জন্য যারা কাজ করেছে এবারের নির্বাচনে ভোটের মাধ্যমে তারাই নির্বাচিত হবে। নির্বাচনে যারা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ পাঁচ বছর কাজ করেনি জনগন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই আজ সিরাজগঞ্জ বেলকুচি আসনের মানুষ ঈগল মার্কায় ভোট  দিতে একত্তা ঘোষনা করেছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকালে বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী জনসভায় একথা বলেন, ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক  যুগ্ন আহব্বায়ক  এস এম ফারুক সরকারের সঞ্চলনায়, আব্দুল লতিফ বিশ্বাস আরো বলেন, এবারে নির্বাচন কমিশনারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী মাঠে সজাগ রয়েছে। তাই কেউ যদি মনে করেন বিনা ভোটে  নির্বাচিত হবেন, তাবে তিনি বোকার স্বর্গে বাস করছে।
তিনি এসময় ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্র গিয়ে ভোট দেবার আহব্বান জানান। এছাড়াও এ আসনে নৌকা প্রতিকে আব্দুল মমিন মন্ডলকে উদ্দেশ্য করে বলেন, আপনি দলে আসার পর দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। ত্যাগী নেতাদের মূল্যায়ন  না করে হাইব্রিড আওয়ামীলীগ তৈরী করেছে। তাই আজ নৌকার বাইসালরা নৌকা বাঁচাতে ঈগলের পাশে এসে দড়িয়েছে। আগামী ৭ তারিখে আমি নির্বাচিত হলে এ এলাকাকে আধুনিক বেলকুচিতে রুপান্তরিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি লুৎফর রহমান মাখনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশানুর বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, আওয়ামিলীগের নেতাকর্মী সহ সাধারন মানুষ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়